IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- উদ্বোধনের আগেই স্কুল বাড়ি নির্মানে দুর্নীতির অভিযোগ।বাম আমল কিংবা রাম আমল কোন আমলেই দুর্নীতি বন্ধ হচ্ছে না। দুর্নীতিবাজরা লুটপাটের ধান্দায় সদা সর্বদা ব্যস্ত ছিল,আছে এবং থাকবে। বুধবার তীব্র উদ্বেগ ছড়ায় ধর্মনগরের বইঠাংবাড়ি সিনিয়র ইংলিস মিডিয়াম স্কুলে। এলাকাবাসীর অনেকদিনের আন্দোলনের পর ২০১৭-১৮ অর্থবর্ষে স্কুল এলাকায় ৮টি কক্ষ নির্মানের কাজ শুরু হয়। ৫৭ লক্ষধিক টাকার কাজের বরাত পান ধর্মনগরের শিক্ষাদপ্তরের এক হগব মার্কা শিক্ষক সিন্ধু চক্রবর্তি। তিনি কাজ পাওয়ার পর থেকে এই নিয়ে ব্যাপক বিতর্ক এবং অভিযোগ আসতে শুরু হয়। বেশ কয়েকবার স্কুল ইনিস্পেক্টার সুজিত রুদ্র পাল কে এই বিষয়ে অবগত করেন এলাকার দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান তিঙ্কুমা ডার্লং। কিন্তু অভিযোগেও কাজের কাজ কিছুই হয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার স্থানিয় লোকেরা অভিযোগ তুলেন দুর্নীতির চরম শিখরে গিয়ে তৈরি করা হয়েছে এই স্কুল ঘর। এই ব্যাপারে স্থানিয় বিজেপি নেতা যাদব লাল নাথের কাছে এলাকার লোকেরা এই অভিযোগ তুলে ধরেন ।বুধবার বিজেপি নেতা যাদব লাল নাথ স্কুল বাড়িটি পরিদর্শনে যান। সেখানে গিয়ে জেলা শিক্ষা অধিকর্তা বরুন দাস, স্কুল ইন্সস্পেক্টার সুজিত রুদ্র পাল ও দপ্তরের বাস্তকার, সিন্ধু চক্রবর্তিকে ডেকে আনেন। নতুন স্কুলের বেহাল চিত্র দেখে ক্ষোভে ফেটে পরেন বিজেপি নেতৃত্ব । স্কুল পুরিদর্শন কালে এ বিষয়ে জেলা উপশিক্ষা অধিকর্তা বরুন দাস কে জিজ্ঞাসা করা হলে তিনি কিছু ই বলতে চাইলেন না আমাদের প্রতিনিধির সামনে। বিজেপি নেতৃত্ব যাদব লাল নাথ এই স্কুলবাড়ি নির্মানকে ঘিরে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন এবং এই বিষয়ে তদন্তের দাবি তুলেন।
0 Comments