IIW, দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- বিজেপি ৫৩ কৈলাসহর মন্ডলের পৃষ্ঠা প্রমুখদের সম্মেলন অনুষ্ঠিত হয় আজ কৈলাসহর টাউন হলে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য মুখপাত্র অশোক সিনহা মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সহ-সভাপতি গৌরাঙ্গ পাল মহাশয়, রাজ্য সম্পাদক নিতিশ দে মহাশয়, জেলা সাধারণ সম্পাদক অরুন সাহা, রাজ্য সংখ্যালঘু সম্পাদিকা বিলকিস জাহান, মন্ডল সভাপতি হেমেন্দ্র দে সহ ৫৩ কৈলাসহর মন্ডলের প্রায় ৭০০ জন পৃষ্ঠা প্রমুখ। বিগত দিনে দলের ফলাফল সহ আগামী পুরো পরিষদ ও লোকসভা ভোটে কর্মীদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। কৈলাসহর বিধানসভা কেন্দ্রে বিজেপি দল বরাবরই খারাপ ফল করে আসছে। তাই আসন্ন পুরসভা ও লোকসভা নির্বাচনে সেই খরা কাটিয়ে জয়ের মুখ দেখতে চাইছেন নেতৃত্বরা। পৃষ্ঠা প্রমুখদের মনোবল চাঙ্গা করাও সম্মেলনের একটি উদ্দেশ্য বলে বুঝা যায়। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য মুখপাত্র অশোক সিনহা বলেন বিজেপি এমন একটা দল যা দেশকে ভালবাসতে শেখায়, প্রতিবেশীকে এমনকি নিজেকেও ভালবাসতে শেখায়। যার ফলে একটি শক্তিশালী দেশ গঠন হয়। তাছাড়া প্রত্যেকের ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে কিভাবে দলকে শক্তিশালী করা যায় তার জন্য কাজ করতে হবে। কৈলাসহরের মানুষ যদি নিজের দায়িত্ব নিজে নিয়ে জেতার অভ্যেস না করে, তাহলে কেউ কৈলাসহরের মানুষকে বাইরে থেকে সাহায্য করতে পারবে না।
0 Comments