৯ রাউন্ড তাজা কার্তুজ সহ পিস্তল খোয়া গেল বিএসএফ জওয়ানের।


IIW: আবির রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- ৯ রাউন্ড তাজা কার্তুজ সহ পিস্তল খোয়া গেল বিএসএফ জওয়ানের। খবরে প্রকাশ, সোনামুড়া সীমান্ত সংলগ্ন কুলুবাড়ি এলাকায় বিওপিতে কর্মরত এক জওয়ানের অস্ত্র খোয়া যায়। জানা গেছে, কর্মরত জওয়ানের নাম হল ইন্দ্রজিৎ সিং। শুক্রবার দুপুরে সীমান্ত সংলগ্ন কুলুবাড়ি এলাকায় বিওপিতে কর্মরত জওয়ানের ৯ রাউন্ড তাজা কার্তুজ সহ পিস্তলটি হাওয়া হয়ে যায়। ঘটনাটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে নাকি পিস্তলটি কেউ চুরি করেছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও পুলিশ এখনো কিছু বলতে চাইছে না। তারা জানিয়েছে তদন্তের পর সবকিছু খোলাসা এমনিতেই হবে। যদিও পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে পুরো সীমান্ত সংলগ্ন ফুলবাড়ি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে খবরে প্রকাশ।

Post a Comment

0 Comments