ইন্দো-বাংলা সীমান্ত এলাকা থেকে সাতটি গরু উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী।


IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ইন্দো-বাংলা সীমান্ত এলাকা থেকে সাতটি গরু উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী। ঘটনার বিবরণে প্রকাশ, গত ২৭ তারিখ বুধবার গভীর রাতে ইন্দো বাংলা সীমান্ত সড়ক দিয়ে  একটি মহিষ ও পাঁচটি গরু আসতে দেখে বিএসএফ জওয়ানরা এগিয়ে যায়। তখন মালিকহীন গরু গুলি দেখে তারা আটক করেন। সমস্ত রাত্র অপেক্ষা করেও কাউকে না পেয়ে সকাল বেলা গরু গুলোকে ব্রজেন্দ্র নগর বিএসএফ হেডকোয়ার্টারে নিয়ে আসেন। তারপর থেকে দুদিন গরু গুলোকে ক্যাম্পে রাখা সত্ত্বেও কোন মালিক না পেয়ে আজ গরু গুলোকে কদমতলা থানার হাতে তুলে দেন। অবশ্য বিএসএফের ধারণা রাতে গরু চুরি করে নিয়ে যাবার সময় বাংলাদেশী চোরের দল বিএসএফের উপস্থিতি আচ করতে পেরে গরু গুলোকে রেখে পালিয়ে যায়। প্রতি রাতেই সীমান্ত এলাকার ব্রজেন্দ্রনগর, তারকপুর, রানীবাড়ী, সাতসঙ্গম প্রভৃতি এলাকায় বাংলাদেশী চুর সহ স্থানীয় চোরের দল গৃহস্তের বাড়ি ঘর থেকে গৃহ পালিত পশু এবং অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে। গত কিছুদিন পূর্বেও বাংলাদেশি এক চোরকে উত্তম-মধ্যম দেয়  তারকপুরবাসী। তারপর অবশ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এভাবে নিত্যদিনের চুরির ঘটনা ঘটছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। আজ ও এর ব্যতিক্রম ছিল না। আজ এই গরু গুলোকে কদমতলা থানায় রাখা হলেও আগামীকাল ধর্মনগর আদালতে রিপোর্ট করা হবে। অপরদিকে যেহেতু ত্রিপুরা সীমান্ত এলাকা থেকে কোন গৃহস্ত এখনো চুরির মামলা কদমতলা থানায় দায়ের করে নি, তাই পুলিশের ধারণা গরু গুলি বাংলাদেশের ও হতে পারে।

Post a Comment

0 Comments