দুর্ঘটনা, মৃত এক আহত এক। তীব্র চাঞ্চল্য ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর এলাকায়।


IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- অসাবধানতার  জেরে ঘটলো দুর্ঘটনা। মৃত এক আহত এক। তীব্র চাঞ্চল্য ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ-আজ বেলা আনুমানিক ১১ ঘটিকা নাগাদ ধর্মনগর থানা এলাকার পশ্চিম চন্দ্রপুর অটো স্ট্যান্ড এর পাশের টিলা থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার জন্য আসে টিআর০৫বি-১৭৪২ নাম্বারের বোলেরো গাড়ি। দুজন শ্রমিক কুদাল দিয়ে টিলা থেকে মাটি কাটার সময় ধস পরে জসিম উদ্দিন (২৫) নামের এক শ্রমিকের উপর। পুরো মাটিতে চেপাপরে যায় তার দেহ, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর শ্রমিক সাদ্দাম হোসেন (২২) গুরুতরভাবে আহত হয়। মৃত জসিমের বাড়ি কুমারঘাট এ ও সাদ্দামের বাড়ি ধর্মনগরের ভাগ্যপুরে। ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জসিমকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আহত সাদ্দাম হোসেনের চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে। তবে ঘটনার পর বোলেরো গাড়ির চালক পালিয়ে যায়। ধর্মনগর থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Post a Comment

0 Comments