IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- লোভ, হিংসা, স্বার্থপরতা, সুবিধাবাদের মধ্যেও বেঁচে আছে মানবিকতা। এক গরীব গাড়িচালকের রাস্তায় ফেলে যাওয়া টাকা পুলিশের হাতে তুলে দিয়ে নিজেকে মহৎ এর পরিচয় দিলেন চুরাইবারি সেলট্যাক্স অফিসে কর্মরত মিঠুন কান্তি রায় নামের এক ব্যক্তি। বিবরণে প্রকাশ, গত ২৭ নভেম্বর মিঠুন বাবু ধর্মনগর রাজবারি এলাকায় পায়ে হেঁটে রাস্তা দিয়ে যাবার সময় নগদ 20 হাজার টাকা পান। তিনি ইচ্ছা করলে টাকাগুলো নিজের কাছে রাখতে পারতেন। কিন্তু তিনি ধর্মনগর থানায় এসে পুলিশের কাছে টাকাগুলি জমা দিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় প্রচার পাওয়ার পর যুবরাজ নগরের আবদুল ওয়াহিদ যথারীতি প্রমাণ দিয়ে টাকা গুলি নিয়ে যান এবং মিঠুন বাবুকে ধন্যবাদ জানান। এই গাড়ি চালক আরো জানায় সে মিঠুন বাবুর বাড়িতে যাবে উনার মত লোক এই সমাজে আছে বলেই এখনো মানবিকতা বেঁচে আছে। এই যুগে মিঠুন বাবুর মত লোক খুব কমই আছে।
0 Comments