সরকার বদলালেও আমলাদের চরিত্র বদলায়নি। ঘুঘুর বাসায় রুপান্তরিত মহকুমা শাসকের অফিস।


IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- সরকার বদলালেও আমলাদের চরিত্র বদলায়নি। খুদ মহকুমা শাসকের অফিসেই চলছে দালালি। ঘুষখোর অফিসারদের বদৌলতে মহকুমা শাসক অফিসের আধার সেকশনে চলছে দালালি? এবার আধার সেকশনের দালালীর চিত্র প্রকাশ্যে। টাকা নিয়ে আধার কার্ড করিয়ে দেওয়ার অভিযোগে হাতে নাতে ধরা পড়ে প্রতাপ রায় নামে এক দালাল। ঘটনায় কর্তৃপক্ষের ভুমিকা প্রশ্নের মুখে। ঘটনার বিবরনে প্রকাশ শুক্রবার ধর্মনগর চারুবাসা এলাকার পারুল দেবনাথ ও সরস্বতী দেব নাথ নাত্নী কে নিয়ে আধার কার্ড করতে ধর্মনগর মহকুমা শাসকের অফিসে আসেন। ঠিক তখনি আধার সেকশনের সামনে দারিয়ে থাকা অভিযুক্ত দালাল প্রতাপ রায় তাদের ডেকে জিঞ্জাসা করে কি কারনে তারা এখানে এসছেন? পারুল দেবনাথ এবং সরস্বতী দেবনাথরা জানান তারা বেস কয়েকবার আধার কার্ড ঠিক করতে এসছেন কিন্তু আধার কার্ড ঠিক করতে পারেন নি। তাই তারা আজ আবার এসেছেন যদি আজ তারা আধার কার্ড ঠিক করতে পারেন। তখন অভিযুক্ত দালাল প্রতাপ রায় তাদের বলে আধার কার্ড ঠিক করতে হলে আগে থেকে নাম নতিভুক্ত করতে হয়, তাতে দুই এক মাস সময় লাগে। কিন্তু তার কাছে একটি সমাধান আছে, যদি দুই জনের আধার কার্ড আজ করাতে চান তাহলে তাকে ৫০০ টাকা দিতে হবে এবং তাতে আজই আধার কার্ড ঠিক হয়ে যাবে।
সেই মোতাবিক দালাল প্রতাপ রায় কে টাকা দেওয়া হয়। আগাম নাম নথিভুক্ত ছাড়া ঠিক সময় তাদের আধার কার্ড করতে তাদের টেবিলের সামনে দার করানো হয়।
এই খবর পেয়ে আমাদের প্রতিনিধিরাও ছুটে যায় মহকুমা অফিসে এবং তাদের জিঞ্জাসা করতেই বেরিয়ে আসে আসল খবর। সাধারন মানুষের তৎপরতায় আটক করা হয় দালাল প্রতাপ রায় কে। অনেক্ষন কথা বার্তার পর দালাল প্রতাপ রায় শিকার করে দুইটি আধার কার্ডের জন্য ৪৬০ টাকা তাদের কাছ থেকে নিয়েছে। অপরাধ শিকার করেছে দালাল প্রতাপ রায় এবং টাকাও ফিরত দিয়ে দেয়। তবে এই ঘটনাটিকে কেন্দ্র করে গুঞ্জন ছরিয়েছে। অফিসের কর্মিদের সাথেও নাকি মিল রয়েছে দালাল চক্রের। কারন যেখানে দুই মাস আগে নাম নথিভুক্ত করে আধার কার্ড ঠিক করতে হয় ,
সেখানে একদিনে এসে আধার সেকশনে ঢুকে মেশিনের সামনে দাঁরানো কী চারটিখানি কোথা। ঊর্ধতন কর্তীপক্ষ যদি কঠোর পদক্ষেপ গ্রহন না করে সংশ্লিষ্ট বিষয়ে তবে গনরোসে পরতে পারে দালাল চক্র সহ অফিসের কর্মীরা। এর আগেও বিভিন্ন সময় আধার সেকশনে দালালি কে কেন্দ্র সংবাদ প্রকাশ হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। এই ঘটনায় আবারো পরিলক্ষিত হলো সরকার পরিবর্তন হলে কিছু হয় না স্বভাবের পরিবর্তন আগে জরুরি।

Post a Comment

0 Comments