ঊনকোটি জেলার কুমারঘাট ও কৈলাসহরের নিজ দলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিজেপি ঊনকোটি জেলা সভাপতি ভগবান দাস।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহরঃ রাজ্যে আসন্ন নগর পঞ্চায়েত, পুর পরিষদ, নগর নিগম, এবং উপ নির্বাচনে কংগ্রেস, সিপিএম সহ যেকোন রাজনৈতিক দলকে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ঊনকোটি জেলার কুমারঘাট ও কৈলাসহরের নিজ দলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিজেপি ঊনকোটি জেলা সভাপতি ভগবান দাস। জেলা সভাপতি বলেন যে, বিজেপি দল গণতন্ত্রে বিশ্বাস করে। রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী সবকটি দলকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান করেছেন। জনগণই বিচার করবে কারা সঠিক। রাজ্যে সিপিএম এবং কংগ্রেস এর বিগত দিনের কার্যকলাপের ফলে আজ তারা প্রার্থী খুঁজে পাচ্ছেন না। নিজেদের ব্যর্থতা ঢাকতে বিভিন্ন মিথ্যা কথা বলে বিজেপি অর্থাৎ শাসকদলের উপর দোষারোপ চাপাচ্ছেন। ত্রিপুরা রাজ্যের মানুষ ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হচ্ছেন। জেলা সভাপতি কৈলাসহরে ৬ জন এবং কুমারঘাটে ৫ জন প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেছেন। তিনি আরো বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেস ও সিপিআইএম মিথ্যা সন্ত্রাসের গল্প মানুষকে শুনিয়ে নিজেদের প্রতি সহানুভূতি আদায় করতে চাইছে। কৈলাসহর স্থিত বিজেপি ও ঊনকোটি জেলার সদর কার্যালয়ে বসে বিজেপি জেলা সভাধিপতি এই কথা বলেন। সাংবাদিক সম্মেলনে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক অরুন সাহা মহাশয়, মন্ডল সভাপতি হেমেন্দ্র দে মহাশয়, রাজ্য সম্পাদক নিতিশ দে সহ অন্যান্যরা। কৈলাসহরে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন তিন নম্বরে শ্রীমতি কলি চক্রবর্তী, পাঁচ নম্বরে মধুমিতা দেব, সাত নম্বরে সুরজিৎ মালাকার, দশ নম্বরে বুলবুল চক্রবর্তী, বারো নম্বরে বিধু ভূষণ দাস আর চৌদ্দ নম্বরে আছেন শ্রীমতি অনিমা মালাকার। কুমারঘাটে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন তিন নম্বরে আছেন নিভা পাল, ছয় নম্বরে নিবেদিতা দাস, সাত নম্বরে রিঙ্কু কর, নয় নম্বরে বিশ্বজিৎ দাস, আর দশ নম্বরে আছেন চম্পা লাল দেবরায় সবগুলি প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে সভায় সভাপতির বিশ্বাস।

Post a Comment

0 Comments