যুবরাজনগর পঞ্চায়েত সমিতির অনাস্থা ভোটে বিজেপি জয়ী।


IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- আজ ছিল যুবরাজনগর পঞ্চায়েত সমিতির অনাস্থা প্রস্তাব ভোট। সেই মোতাবেক তের জন পঞ্চায়েত সমিতির সদস্যের মধ্যে দুপুর বারোটা পর্যন্ত বিজেপির পাঁচ সদস্য ও বামফ্রন্টের দুই সদস্য উপস্থিত হন। কিন্তু, বাকী ছয়জন সদস্য উপস্থিত না থাকায় ব্লক আধিকারিক পাঁচ সদস্যদের দিকে সম্মতি দেন। যেহেতু পাঁচ জন সদস্য বিজেপি দলের, তাই বিজেপি কে সমিতি গঠনের অনুমতি দেন আধিকারিক জি মলসম।

Post a Comment

0 Comments