IIW: নিজস্ব প্রতিনিধি, রুপঙ্কর মগ, কাঞ্চনপুর :- ভোটার স্লিপ বিলি চলছে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত গছিরামপাড়ার নাইসিংপাড়া শরণার্থী শিবিরে। মিজোরামের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই রাজ্যের নোডাল অফিসারদের দিয়ে ভোটার স্লিপ বিলি চলছে। এই এলাকায় চারটি শরণার্থী শিবির, নাইসিংপাড়া, আশাপাড়া, আনন্দবাজার হাজাছড়া ও নবজয়পাড়া। এই চারটি শিবির মিলেয়ে এখানেই প্রায়
চারহাজার নয়শত ভোটার আছে। তাছাড়া সার্ভে করে দেখা গেছে, মিজোরামের ভেতরে গিয়ে ভোট দিতে মোটামুটি পাঁচশত গাড়ী লাগবে। কাঞ্চনপুর, ধর্মনগর ও আগরতলার এসডিএম উত্তর ত্রিপুরার ডিএম কে লিখিত ভাবে জানান যে, শরণার্থী শিবিরের বাসিন্দাদের মিজোরাম গিয়ে ভোট দিতে যে গাড়ী লাগবে তা ত্রিপুরা থেকে ব্যবস্থা করা হবে। তবে গাড়ী ভাড়ার টাকা মিজোরাম সরকার বহন করবেন বলে জানানো হয়। ভোটার স্লিপ বিলিতে উপস্থিত ছিলেন অভেদানন্দ বৈদ্য এসডিএম কাঞ্চনপুর, ডক্তর অনিমেষ দেববর্মা ডিসিএম কাঞ্চনপুর, ত্রিপুরা নোডাল অফিসার বরুন জয় রিয়াং নাইসিং পাড়া, প্রবীর কর আশাপাড়া, কলমজয় রিয়াং হাজাছড়া এবং মিজোরামের নোডাল অফিসার ছিলেন কুমার অভিষেক, মিস্টার দেবেস, মিস্টার লাল মোয়ান এবং ওই শরনার্থি শিবিরের লোকজন ও ছিলেন। শরণার্থী শিবিরের এমবি ডিপিএফ নেতারাও লিখিতভাবে জানান যাতে ২ দিনে ভোট গ্রহণ করা হয় মিজোরাম ভোটকেন্দ্রে।
0 Comments