IIW:দেবাশীষ দত্ত,নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- অস্ত্র ও অবৈধ জিনিসপত্র রাখার অভিযোগে গত ২০ মে প্রশাসনের তরফে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল সিপিআইএম চন্ডিপুর অঞ্চল কমিটির অফিসে। পরবর্তী সময়ে মামলা চলছিল। আদালতের নির্দেশেই মহকুমা প্রশাসনের পক্ষে ডিসিএম অরিন্দম দাস পার্টি অফিসের তালা খুলে দেন। তবে ডিসিএম অরিন্দম দাসের কাছে মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন মামলা শেষ হয়েছে কিনা বা কি পরিস্থিতিতে রয়েছে সেটা তিনি বলতে পারবেন না। ঊনকোটি জেলার সিজিএম এর আদেশ মূলেই তিনি শুধুমাত্র পার্টি অফিসের তালা খুলে দিয়েছেন। চন্ডিপুর অঞ্চল কমিটির অফিসে তালা খোলা হওয়াকে কেন্দ্র করে দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। কৈলাশহর ও চন্ডিপুর বিধানসভার কর্মীসমর্থকরা বিশাল মিছিল করে পার্টি অফিস প্রাঙ্গনে মিলিত হয়। প্রয়াত প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের ভাঙ্গা মূর্তির পাদদেশে বৈদ্যনাথ মজুমদারের ছবিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরি, কৈলাশহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, কৈলাসহরের বিধায়ক মবস্বর আলী সহ স্থানীয় নেতৃত্বরা। সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক মবস্বর আলী বলেন, পুরো ঘটনাটাই বিজেপি দলের চক্রান্ত। কোর্টে মামলা খারিজ হয়ে গেছে। এই পার্টি অফিসে অগ্নিসংযোগও করা হয়েছিল। নির্বাচনের ফল ঘোষণার পর যারা রাজ্যে ৯৪ টি অফিস জোর করে বন্ধ করে দিয়েছে বিজেপি দল। গণতান্ত্রিক পদ্ধতিতে আস্থা নেই তাদের তাই সন্ত্রাস চালাচ্ছে তারা প্রতিদিন।
0 Comments