IIW: দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- আবারও স্বচ্ছ ভারত মিশনে ঝাড়ু হাতে তুলে নিলেন পানিসাগরের এসডিএম মহাশয়া। পানিসাগর উত্তর ত্রিপুরার, জলেবাসার 'নেতাজি ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি' এবং ' বড়বাড়ী মানব কল্যাণ সামাজিক সংস্থা' যৌথ উদ্যোগে জলেবাসা বাজার, হাসপাতাল এবং আরো বিভিন্ন এলাকায় সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। তাতে এলাকার সাধারন নাগরিকরাও যোগদান করেন। বিভিন্ন সংস্থা ও বাজার কমিটির সদস্যদের কাছে এসডিএম মহাশয়া আবেদন রাখেন যে, এলাকাবাসী প্রতিটি মানুষ যাতে মানসিক দিক দিয়ে নিজেদের পরিবর্তন করেন। শুধু একদিনের জন্য নয়, আর শুধু ক্যামেরার সামনে নয়। ক্যামেরার বাইরেও যাতে এই অভিযান জারী থাকে, সেই মানসিকতা তৈরি করে জলেবাসা এলাকাকে আদর্শ গ্রাম, আদর্শ শহরে পরিবর্তন করতে হবে।
0 Comments