স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা সন্তান রেখে চিরদিনের জন্য চলে গেলেন মন্ত্রী সান্তনা চাকমার পিতা চন্দ্রধন চাকমা।


IIW: অয়ন নাগ, চিফ এডিটর :- দুই পুত্র এবং এক কন্যা সন্তান রেখে চিরদিনের জন্য চলে গেলেন মন্ত্রী সান্তনা চাকমার পিতা চন্দ্রধন চাকমা। শুক্রবার বার্ধক্যজনিত কারণেই ৬৮ বছর বয়সে চলে গেলেন তিনি।খবরে প্রকাশ দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সান্তনা চাকমার পিতা পেচারতলস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পিতার মৃত্যু সংবাদ পেয়ে তড়িঘড়ি সান্তনা চাকমা পেচারতলস্থিত নিজ বাসভবনে ছুটে যান। চন্দ্রধন বাবু মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা সন্তান রেখে গেছেন। উনার মৃত্যুতে গোটা পেচারতল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে। ইন্ডিয়া ইনফো ওয়ে নিউজ পরিবার মন্ত্রী সান্তনা চাকমার পিতৃবিয়োগে গভীরভাবে শোকাহত। আমরা উনার আত্মার সদগতি কামনা করি।

Post a Comment

0 Comments