ধর্মনগরে হিন্দু মিলন মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি প্রণবানন্দ স্কুলের উদ্বোধন ও দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন হয় আজ।



IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মনগরে হিন্দু মিলন মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি প্রণবানন্দ স্কুলের উদ্বোধন ও দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন হয় আজ। উদ্বোধন করেন স্বামী সাধনানন্দ জি মহারাজ ( মুখ্য সংগঠক কেন্দ্রীয় কমিটি হিন্দু মিলন মন্দির উত্তর পূর্ব ভারত )। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় সহ অন্যান্য অতিথিরা। হিন্দু মিলন মন্দির সামাজিক বিভিন্ন কাজকর্ম চালিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। তাদের এই চিন্তাধারায় সমস্ত উত্তরপূর্ব বিকশিত হবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্বামী সাধনানন্দ জি মহারাজ।   অন্যদিকে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় বলেন ভারতীয় সংস্কৃতি ভারতীয় ঐতিহ্য ধরে রাখার জন্য এ ধরনের স্কুলগুলির অত্যন্ত প্রয়োজন।  প্রণবানন্দ স্কুল এর মাধ্যমে শিক্ষার্থীরা ভারতীয় সংস্কৃতির মুল আদি শিক্ষায় শিক্ষিত হবে বলে জানান টিংকু রায়।
এই অনুষ্ঠানে ফিতে কেটে স্কুল গৃহ ও দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করেন স্বামী সাধনানন্দ জি ও টিংকু রায় মহোদয় । এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় জনতার উৎসাহ ছিল চরমে। প্রণবানন্দ স্কুলের কচিকাঁচারা অতিথিদের সাথে আনন্দে মশগুল হয়। সব মিলিয়ে হিন্দু মিলন মন্দির এর এই অনুষ্ঠানে আবেগের চোরা স্রোত বয়ে যায়।

Post a Comment

0 Comments