আবারো আত্মহত্যা !!! কৈলাসহরে গলায় দড়ি দিল তরুনী রুমা।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- কৈলাসহরের চন্ডিপুর ব্লকের অধীনে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের কানাইরচর এলাকায় আঠার বছর বয়সী যুবতী রুমা বেগম শনিবার দুপুরে নিজ বাড়িতে ঘরের ভেতরে ফাঁসি দেয়। রুমার মা বাবা কেউ নেই। মা বাবা দুজনেই মৃত। রুমা কাকার বাড়িতে থাকত। রুমার বড় বোনের বিয়ে হয়েছে ধর্মনগরে। রুমার কোন ভাই নেই, দুই বোন রুমার। রুমা গত বছর মাধ্যমিক পরীক্ষায় ফেল করে। এলাকায় রুমা খুব ভালো মেয়ে হিসেবে সবার আদরের ছিল। ঘটনা শোনা মাত্রই কৈলাশহর মহিলা থানার ওসি, শিউলি দাসের নেতৃত্বে এক পুলিশ টিম ঘটনাস্থলে আসে। আসে ফরেনসিক টিমও। পুলিশ মৃতদেহ কে ময়নাতদন্তের জন্য কৈলাশহর জেলা হাসপাতালে নিয়ে যায়। রুমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। গত তিনদিন ধরে প্রতিদিন একজন দুজন করে মহিলা মৃত্যু হচ্ছে কৈলাসহরে।

Post a Comment

0 Comments