IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- মিশন ২০১৯ লোকসভা, বিজেপির সাংগঠনিক স্তরে হচ্ছে ব্যাপক রদবদল। কদমতলা কুর্তি বিধানসভার বিজেপি যুব মোর্চার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হলো। কদমতলা বিজেপি অফিসে যুব মোর্চার এক সভার মাধ্যমে কমিটির ঘোষণা দেন জেলা সাধারণ সম্পাদক প্রদীপ নাথ ও মন্ডল যুব মোর্চা সভাপতি তাপস চন্দ। ২৯ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করে নেতৃত্বরা জানান আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে যুব মোর্চা কে শক্তিশালী করতে তাদের এই প্রয়াস। প্রসঙ্গত কদমতলা কুর্তি মন্ডলে, সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল পরিলক্ষিত হচ্ছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার প্রভারি রবীন্দ্র সূত্রধর ও জেলা কিষান মোর্চার সভাপতি সুব্রত দেব সহ প্রমুখ নেতৃত্বরা ।
0 Comments