অভিযোগ, যুব উৎসবে বাসি খাবার খেয়ে হাসপাতালে মিজোরামের এক মহিলা প্রতিনিধি।


IIW: আবীর রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৮ নভেম্বর : যুব উৎসব নিয়ে রাজ্যে চলছে ধুন্ধুমার কান্ড। চারদিন ব্যাপী অনুষ্ঠিত যুব উৎসবে অংশ নিতে আসা মিজোরামের এক মহিলা প্রতিনিধি শনিবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পরেন। আমাদের প্রতিনিধি জানান, তিনি একজন নৃত্যশিল্পী, তার নাম লাল হরই। হঠাৎ করে তার এভাবে অসুস্থ হওয়ার ঘটনায় বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে মিজোরামের মহিলা প্রতিনিধি অসুস্থ হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে তা কর্তৃপক্ষের হস্তক্ষেপে ঠিক হয়ে যায়।  মহিলা প্রতিনিধির অসহ্য পেটে ব্যাথা থাকার দরুন তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সুত্রের খবর, যুব উৎসবে অংশ গ্রহণকারী একাংশের অভিমত তাদের  অতি নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে, কখনো বাসি খাবার দিচ্ছে, এজন্যই এই অবস্থা। বর্তমানে ঐ মহিলা প্রতিনিধির চিকিৎসা জিবি হাসপাতালে চলছে। তবে ঐ শিল্পী রবিবার বিকেলে যুব উৎসবের সমাপ্তিতে তার অনুষ্ঠান করবেন বলে জানা গেছে।

Post a Comment

0 Comments