রহস্যজনক মোড় নিল কৈলাসহর অপহরণ ও ধর্ষণ কান্ড।


IIW: দেবাশিষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :-  নুতন মোর নিল কৈলাসহর ধর্ষণ কাণ্ড। আমাদের সংবাদ প্রতিনিধি ঘটনার সত্যতা খুঁজতে গিয়ে নিজেই হতবাক হয়ে গেছেন। পুলিশি তদন্তের ভিত্তিতে নুতন ভাবে, ভিন্ন রুপে ডানা মেলেছে দুই বোনের অপহরণ ও ধর্ষণের ঘটনা। আমাদের সংবাদ প্রতিনিধি জানান, কৈলাসহর থানার পুলিশের মতে, ধর্ষিতার বয়ান অনুযায়ী অকথ্য শারীরিক অত্যাচার ও পাঁচ ছয় জন মিলে লাগাতার ধর্ষণের পর ধর্ষিতা শারীরিক ভাবে অসুস্থ হয়ে যাবার কথা, কিন্তু এখানে ঘটনা সম্পূর্ণ উল্টো। এছাড়াও লক্ষীছড়া ব্রীজ হল শহরে ঢোকার মুখে, সবসময় এখানে লোকজন, যানবাহন চলাচল করে। এমন এক জনবহুল এলাকা থেকে দুই দুইটি মেয়েকে অপহরণ করে নিয়ে গেলো অথচ একটা মানুষের চোখেও পড়ল না সেটাই আশ্চর্যজনক। এছাড়াও, ভেবে দেখুন ঘটনার প্রায় সাত দিন পর থানায় অভিযোগ করা হয়। প্রথম দিন রাতেই যখন ওরা বাড়ি ফেরেনি তখনইতো অভিভাবকদের উচিত ছিল পুলিশের কাছে বিষয়টা জানানোর। সবচাইতে বড় বিষয়, ধর্ষিতাদের বয়ানে আরো বেশী বিভ্রান্তি সৃষ্টি  হচ্ছে। ওরা আমাদের প্রতিনিধিকে বলেছে পাঁচ ছয় জন মিলে ধর্ষন করছে। পুলিশের কাছে বলেছে তিন চার জন, আর চিকিৎসকের কাছে বলছে সাত আট জন মিলে তাদের ধর্ষণ করেছে। এদিকে আবার ধর্ষিতাদের মা থানায় লিখিত অভিযোগে বলেছেন, উনার ছোট মেয়েকে অভিজিৎ ধর্ষণ করেছে আর উনার বড় মেয়েকে অচেনা একজন (১ জন) লোক ধর্ষণ করেছে। তবে প্রশ্ন হলো মেয়েরা তাহলে কেন বলছে কয়েকটা ছেলে মিলে ধর্ষন করেছে। এখন কোনটা সত্য আর কোনটা মিথ্যা এ নিয়েই চলছে জোর তর্জমা। পুলিশের তদন্তই সত্য উদ্‌ঘাটন করবে, এই আশায় পথ চেয়ে আছে কৈলাসহরবাসী।

Post a Comment

0 Comments