কংগ্রেস শাসিত মিজোরামের ক্ষমতা দখলে মরিয়া হয়ে প্রচার চালাচ্ছে বিজেপি।


IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- উত্তরের 2 মহকুমায়  মিজোরাম নির্বাচনকে ঘিরে ভোট প্রচার সারলেন নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি প্রতিশ্রুতি দিলেন বিজেপি সরকার শরণার্থীদের পাশে আছে তাদের উন্নয়নে কোন ব্যাঘাত ঘটবে না। আগামী 20 নভেম্বর রিয়াং ব্রু শরণার্থীদের নিয়ে আসামের গৌহাটিতে বৈঠক করা হবে। সেই বৈঠকে শরনার্থীদের পুনর্বাসন ও স্বভূমিতে ফেরার বিষয়ে আলোচনা হবে। উত্তরের কাঞ্চনপুর মহকুমায় ও পানিসাগর এর দামছড়ায় পৃথক পৃথক দুটি সভা করেন হেমন্ত। দামছড়া থেকে ৬ কিলোমিটার দূরে হুদুংছাই ময়দানে কাঞ্চনপুরের রিয়াং শরণার্থী শিবিরে এলেন নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্বশর্মা। জানা গেছে, হুদুংছাই ময়দানে শরণার্থীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন আসামের অর্থমন্ত্রী তথা নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্বশর্মা। রবিবার সকালে তিনি শরণার্থীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন, উনার সাথে ছিলেন বিজেপি সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক ও রাজীব ভট্টাচার্য মহাশয়। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ৪০ আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভার ভোট। আর মাত্র ১০ দিন বাকি। উত্তর পূর্ব ভারতের একমাত্র কংগ্রেস শাসিত মিজোরামের ক্ষমতা দখলে মরিয়া হয়ে প্রচার চালাচ্ছে বিজেপি। জানা গেছে, ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, মন্ত্রী সান্ত্বনা চাকমা কয়েক দফা মিজোরামে গিয়ে ভোট প্রচার করে এসেছেন। এদিকে এই অঞ্চলে অবস্থিত তিনটি রিয়াং শরণার্থী শিবির। এই শরণার্থী শিবিরের বাসিন্দাদের সাথে এর মধ্যেই চলছে দফায় দফায় নির্বাচনী বৈঠক। তবে ত্রিপুরার অবস্থানরত রিয়াং শরণার্থীরা ভোট কোথায়  দেবে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব দের দিয়ে পার্শ্ববর্তী মিজোরাম রাজ্যে ভোটের ফসল কাটার পরিকল্পনা করেছে বিজেপি।আগামী ২৮ নভেম্বর সব জল্পনার অবসান হবে, এখন শুধু সময়ের অপেক্ষা। তবে জয় নিয়ে চূড়ান্ত আশাবাদী চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মা।

Post a Comment

0 Comments