IIW: নিজস্ব প্রতিনিধি, রুপঙ্কর মগ, কাঞ্চনপুর :- ১৬ই নভেম্বর কাঞ্চনপুর টাউনহলে পালিত হয় সমবায় সমিতির ৬৫ তম উদযাপন দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্তে ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এই দিবস পালন করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যার অঙ্গ স্বরূপ ১৬ই নভেম্বর কাঞ্চনপুর টাউনহলের এই অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন কাঞ্চনপুরের বিশিষ্ট সমাজ সেবক শৈলেন্দ্র নাথ মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক প্রেম কুমার রিয়াং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক বিনয় দাস মহাশয়, সমবায়ের মলিনা দেবনাথ, কাঞ্চনপুর স্বস্তি সমবায় সমিতির সভাপতি কমল কৃষ্ণ নাথ এবং অন্যান্য বিশিষ্ট জন। সভায় স্বাগত ভাষণ রাখেন কমলাক্ষ চক্রবর্তী, বিনয় ভূষণ দাস, নিখিল রঞ্জন চক্রবর্তী এবং আরো বিশিষ্ট ব্যক্তি বর্গ। বিশেষ করে নিখিল রঞ্জন চক্রবর্তী মহাশয় উনার বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, সমবায় থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এর থেকে প্রমাণ হয় যে সমবায় পরিচালনায় কোথাও ঘাটতি রয়েছে। সমবায় বিগত কিছু বছর যাবৎ নিজের কর্ম ক্ষমতা হারিয়ে ফেলেছে। যদি সমবায় কাজ কর্ম সঠিক ভাবে না করে তাহলে বসে থাকা যাবেনা। প্রয়োজনে সমবায়ের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে, এবং একই ব্যবস্থা বোর্ড অফ ডিরেক্টরদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যার একশন প্লান সরকার হাতে নিয়েছে। সরকার পরিবর্তনের পর যদি প্রতিশ্রুতি বদ্ধ হয়ে কাজ করার দায়িত্ব সমবায় গ্রহণ না করে তবে সে বিষয়ে গভীর ভাবে নজরদারি করবে বর্তমান সরকার। মাননীয় প্রেম কুমার রিয়াং বক্তব্য রাখতে গিয়ে বলেন, যেকোনো অর্গানাইজেশন যদি সমাজ উন্নয়নের স্বার্থে রোজগারের বিষয়কে মাথায় রেখে কাজ করেন তবে নিজের পাচ বছর কর্ম মেয়েদের মধ্যে যতটুকু সাহায্যের প্রয়োজন ততটুকু তিনি করবেন।
0 Comments