IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- এম আর ভেকসিনেশনে উত্তর ত্রিপুরা জেলা একটি গুরুত্তপুর্ন স্থান অধিকার করেছে। মেজেলস ও রোবেলা ভেকসিনেশন এর সাফল্যের জন্য আজ বেলা ১২ ঘটিকায় উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে একটি সম্মেলনের আয়ওজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা স্বাস্হ্য আধিকারি ডঃ শংকর দাস।তিনি জানান এই বছর ১৫ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মেজেলস এবং রোবেলার ভেকসিনেশন করা হয়েছে। বিভিন্ন ভাবে প্রচার করা হয়েছে যাতে করে সাফল্য এসেছে খুব দ্রুত।বিগত দিনে ৭৮ শতাধিক থেকে বেড়ে ৯৬.৪৩ শতাধিক হয়েছে ভেকসিনেশন যা রাজ্যের অন্য জেলা গুলোর তুলনায় অনেক এগিয়ে। বিশেষ করে মিডিয়া কে ধন্যবাদ জানিয়েছেন ডঃ শংকর দাস সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে।
0 Comments