IIW: আবীর রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর :- " পিতা স্বর্গ পিতা ধর্ম " , এই যুগে কথাগুলো মাঝে মাঝে বড় বেমানান লাগে। জন্মদাতাকে মরতে হয় নিজের ঔরসজাত ছেলের হাতে। ঘটনাটি ঘটেছে বিলোনিয়া শহরের শালটিলা এলাকায়। জানা গেছে, রবিবার রাতে নিজের বাবাকে নৃশংসভাবে খুন করলো ছেলে চন্দন মালাকার। মৃত বাবার নাম হল উষারঞ্জন মালাকার (৬৫)। ঘটনার বিবরণ থেকে জানা গেছে, রবিবার রাতে ছেলে চন্দন মালাকার ইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। এরপর বাবাকে টেনে হিঁচড়ে ড্রেনের কাছে নিয়ে যায়। এরপর ঊষারঞ্জনকে ড্রেনের মধ্যে ফেলে দেয় ছেলে চন্দন মালাকার। এই ঘটনা দেখতে পেয়ে এক মহিলা চিৎকার করতে থাকেন।মহিলার চিৎকারে আশপাশের লোকজনেরা ছুটে আসে।এদিকে, মহিলার চিৎকার শুনে ঘটনাস্থল থেকে চন্দন পালিয়ে যায়। খবর যায় পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী জানা গেছে, চন্দন মানসিক ভারসাম্যহীন। শুধু তাই নয় জানা গেছে, চন্দনের বোনও ভারসাম্যহীন।মৃত চন্দনের বাবা উষারঞ্জন মালাকার ছিলেন একজন অগ্নি নির্বাপক দপ্তরের অবসর প্রাপ্ত কর্মী। জানা গেছে, পলাতক চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ এই ঘটনায় একটি মামলা লিপিবদ্ধ করেছে বলে জানা গেছে। সোমবার আদালতে পুলিশ চন্দনকে তুলে। আদালত চন্দনকে
পুলিশী হেপাজতে রাখার নির্দেশ দেয়। জানা গেছে, পুলিশ চন্দনকে জিজ্ঞেসাবাদ করছে কেন সে তার বাবা কে খুন করলো।
0 Comments