প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রি ইন্দিরা গান্ধী অমর রহে স্লোগানে মুখরিত হল শহরের রাজপথ।



IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- যে মহান চিন্তাধারার সামনে ৯৩,০০০ পাকিস্তানের সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল , যে মহান ব্যক্তির সময়কালে ভারতবর্ষ প্রথম পরমাণু বোমা পরীক্ষা করেছিল এবং প্রথম ভারতীয় মহাকাশে গিয়েছিল , সেই মহান চিন্তাধারার অধিকারীণী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন মাননীয়া ইন্দিরা গান্ধীজির জন্মদিন পালন করলো উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেস। সোমবার সন্ধ্যায় ধর্মনগর কংগ্রেস ভবন প্রাঙ্গনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করেন কংগ্রেস নেতা কর্মীরা।তারপর ধর্মনগর শহরে একটি মশাল মিছিল সংঘটিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্ব কেবল নন্দী ছিলেন কংগ্রেসের উত্তর ত্রিপুরা জেলা সভাপতি অজিত দাস। ছিলেন যুব কংগ্রেসের উত্তর জেলা সভাপতি নিরুপম দে।আজকের এই মশাল মিছিল ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজী মুর্তির পাদদেশে এসে মিলিত হয়ে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রি অমর রহে স্লোগান দিতে থাকে কংগ্রেস নেতা কর্মিরা।  লোকসভা নির্বাচনের আগে রাজ্যেও নিজেদের শক্তি বৃদ্ধি করার লক্ষে প্রতিনিয়ত কর্মসুচী হাতে নিচ্ছে কংগ্রেস।

Post a Comment

0 Comments