IIW: দেবাশিস দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- প্রতিনিয়ত কৈলাসহরে চুরির উপদ্রব বেড়েই চলেছে। এবারের ঘটনাটা আরো সাংঘাতিক, খুদ ঊনকোটি জেলা বিচারপতির বাড়ির সামনের দোকানে চোরের দল হাত সাফাই করে গেছে। জেলার ভিআইপির বাড়ীর সামনেই চুরির ঘটনা জনসমক্ষে আসতেই শহর বাসী নিরাপত্তা হীনতায় ভুগছে। কৈলাসহর পুর পরিষদের ১৩ নং ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় জেলা বিচারপতির বাড়ি, ঠিক উনার বীর উল্টো দিকেই উত্তম দেবের মুদির দোকান আছে। গতকাল গভীর রাতে দোকানের টিনের বেড়া কেটে দোকান থেকে দামী দামী জিনিস পত্র, নগদ টাকা, ও লাপ্পু মোবাইল দুটি নিয়ে যায়। আজ সকালে উত্তম বাবু দোকানে এসে দেখেন টিনের বেড়া কাটা। সাথে সাথে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ তাদের প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর নিয়ে আসে। কিন্তু এতেও কোনো সফলতা আসেনি। সাম্প্রতিক কালে এই এলাকা থেকে তিনটি দোকান, দুইটি বাড়ী এবং দুটি গাড়ীর ভেতর থেকে সাউন্ড সিস্টেম এমনকি গাড়ীর ভেতরে থাকা স্পেয়ার চাকা পর্যন্ত নিয়ে যায়। পুলিশ এখন পর্যন্ত একটি ঘটনারও কুনো কিনারা করতে পারে নি। আর এখন বিচারপতির বাড়ির সামনে চুরি। খবরে প্রকাশ বিচারপতি চুরির রাতে বাড়িতেই ছিলেন।
0 Comments