IIW: দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- সোমবার বিকাল ৩ ঘটিকায় উত্তরের পানিসাগর থানার সম্মুখে গোপন সূত্রের খবরের ভিক্তিতে এনএল০২এল৩৪১১ নম্বরের একটি দশ চাকার গাড়ী থেকে ১৮৫ কেজি গাঁজা উদ্ধার করে পানিসাগর থানার পুলিশ। গাঁজা গুলি ট্রাকের উপরের কেবিনে তেরপাল দিয়ে বাধা ছিল। তেরপালের ভিতরে মুট ১৮ টি ১০ কেজি ও একটি ৫ কেজির পেকেট ছিল। সব মিলিয়ে ১৮৫ কেজি গাঁজা পাওয়া গেছে। সকাল থেকে পানিসাগরের এসডিপিও রাজীব সুত্রধরের কাছে খবর ছিল যে এন এল ০২ এল ৩৪১১ নম্বরের একটি ১০ চাকার ট্রাক বিশাল পরিমানের গাঁজা নিয়ে আগরতলা থেকে চুরাইবাড়ীর দিকে আসছে। যথারিতি রাজীব বাবু পানিসাগর থানার নিচে বিশাল পুলিশ বাহীনি নিয়ে উত্ পেতে বসে থাকেন।বিকাল প্রায় ৩ ঘটিকার সময় ট্রাকটি থানার সামনে আসতেই এসডিপিও সাহেব ট্রাকটি থামিয়ে তল্লাসি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমানের গাঁজা। সাথে সাথে গাড়ী টিকে আটক করা হয়। গাড়ীতে চালক ছাড়া আর কেউ ছিল না।গাড়ী চালক কে আটক করে থানায় নিয়ে আসা হয়।চালক কে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার নাম বিজয় চৌধুরী, বাড়ি পশ্চিমবঙ্গে।গাড়ী চালক বিজয় গাঁজা নিয়ে আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল।গাঁজা আটকের খবর পেয়ে পানিসাগর থানায় ছুটে আসেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তি। তিনি জানান আটক করা গাজার মুল্য আনুমানিক ৯ লক্ষ্ ২৫ হাজার টাকা। জানা গেছে এই বিষয়ে পানিসাগর থানায় একটি মামলা রুজু হয়েছে।এখন প্রকৃত গাঁজার মালিককে খুঁজে বের করতে গাড়ী চালক কে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
0 Comments