IIW: নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- গোটা রাজ্যে নেশা বিরোধী অভিযান চললেও পানিসাগর থানার নাকের ডগায় চলছে মদের ঠেক, প্রায় বলা চলে অঘোষিত বার। জয়শ্রী হোটেল সহ পানিসাগর এর একাধিক হোটেলে বিলাতি মদের রমরমা বাণিজ্য চললেও পানিসাগর থানার ওসি সহ পুলিশ বাবুরা কিন্তু নিরব। তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। পানিসাগর থানার ওসি বিভাস দাস এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। নেশা কারবারিদের সাথে নাকি এই ওসির সখ্যতা রয়েছে। গোয়েন্দা বিভাগের আধিকারিক এর সাথে ওনার তুমুল ঝগড়া হয় এই কারণে যে, এই আধিকারিক ওনাকে না জানিয়ে মদ বিরোধী অভিযান চালিয়েছিলেন পানিসাগর এলাকায়। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যখন নেশা মুক্ত ত্রিপুরা গড়বার ডাক দিয়েছেন, রাজ্য পুলিশ এই বার্তা বহন করে অভিযান চালাচ্ছে ঠিক। সেই সময় পানিসাগর থানার ওসিসহ একাংশ পুলিশ বাবুরা লেজ গুটিয়ে বসে আছেন ঠিক কি কারণে তা হয়তো কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। পানিসাগর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে জয়শ্রী হোটেল আর সেই হোটেলেই বিক্রি হচ্ছে বিলাতি মদ। এই হোটেলটিকে অঘোষিত বার বলেই ধরে নেয়া যায়। অভিযোগ মোটা অংক দিয়ে থানা বাবুদের ম্যানেজ করে বাণিজ্য চালাচ্ছে জয়শ্রী হোটেলের মালিক। পানিসাগরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। কিভাবে পুলিশের নাকের ডগায় অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে এইভাবে।
0 Comments