IIW: বিকাশ ভট্টাচার্য - ধর্মনগর প্রতিনিধি :- আগর চোরের উৎপাতে অতিষ্ঠ কদমতলা এলাকার বাসিন্দারা। রাতের আধারে চোরের দল কেটে নিয়ে যাচ্ছে মূল্যবান আগর গাছ।কদমতলা এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই আগর চাষ করা হয়। আগর হলো এই এলাকার মানুষের মূল সম্পদ। আগর গাছ বিক্রি করে গৃহকর্তারা ভাল অর্থ কামাই করেন। কিন্তু চোরের দলের উৎপাতে আগর গাছ রক্ষা হচ্ছে না। বুধবার রাতে কদমতলার মাঝারকান্দি এলাকার হীরালাল নাথের বাড়ি থেকে পাঁচটি আগর গাছ কেটে নেওয়ার সময় পাশের বাড়ির এক যুবক চোরের দল কে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পালিয়ে যায় চোরের দল। আগর গাছ কেটে ফেলে রেখে যায় চুর বাহিনী তবে গৃহকর্তার লক্ষাধিক টাকা নষ্ট হয়েছে বলে জানান হীরালাল নাথের ছেলে অরুপ নাথ। কদমতলা থানার পুলিশ আগর চোরকে দমন করতে পারছে না। কিছুদিন আগে কালাগাঙ্গের পাড়ে এক আগর চুরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনতা। প্রসঙ্গত কদমতলার বিভিন্ন এলাকা থেকে আগর চোরি করে আসামের কাঠালতলী সহ ওই সমস্ত এলাকায় বিক্রি করছে চোরের দল। সীমান্তে পুলিশ চেকপোস্ট থাকা সত্ত্বেও চোরাইকৃত আগর চলে যাচ্ছে আসামে। পুলিশ আগর চোরদের দমন করতে পারছে না বলে স্থানীয় জনতা পুলিশের উপর ভরসা হারিয়েছেন।
0 Comments