ধরা পড়লো ভগিনী নিবেদিতা উচ্চতর বালিকা বিদ্যালয়ের হোস্টেল থেকে পালানো দুই ছাত্রী।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহরঃ বড়সড় সাফল্য পেল কৈলাসহর মহিলা থানা। কৈলাসহরের বনেদী স্কুল ভগিনী নিবেদিতা উচ্চতর বালিকা বিদ্যালয়ের হোস্টেল থেকে দুই ছাত্রী গত সতের নভেম্বর রাতে পালিয়ে গিয়েছে। পরবর্তী সময়ে স্কুলের পক্ষ থেকে আঠার নভেম্বর সকালে কৈলাসহর মহিলা থানায় একটি মিসিং ডাইরি করা হয়। মহিলা থানার ওসি শিউলি দাসের নেতৃত্বে পুলিশ তদন্তে নেমে স্কুলের হোস্টেলে ছাত্রী দের ট্রাঙ্কের নিচ থেকে একটি চিঠি উদ্ধার করে। চিঠিতে লিখা ছিল হোস্টেল ইনচার্জ শিক্ষিকা রাজলক্ষ্মী দত্তের নির্যাতনের কারনে অষ্টম শ্রেণীর দুই ছাত্রী মল্লিকা দাশ ও রুবিনা দাশ হোস্টেল ছেড়ে পালিয়ে যায়। স্কুল সুত্রে জানা যায়, ওরা নাকি দুই বোন। মহিলা থানার ওসি শিউলি দাস জানান, ধলাই জেলার মনু থানার অন্তর্গত  জারুলছড়া গ্রামের বাসিন্দা দুই ছাত্রী চিঠিতে যা লিখেছিল তা সম্পূর্ণ মিথ্যা ও ভুয়ো। হোস্টেল ইনচার্জ রাজলক্ষ্মী দত্ত হোস্টেল চেকিং এর সময় দুজনের কাছেই মোবাইল ফোন পেয়েছিলেন। কিন্তু হোস্টেলে মোবাইল ব্যবহারের কোনো অনুমতি নেই। আসলে ওরা সতের নভেম্বর রাতে নয় আঠার নভেম্বর ভোরে হোস্টেল থেকে পালিয়ে অটোতে করে কুমারঘাট স্টেশনে রেলে চেপে বাধারঘাট স্টেশনে নেমে যায়। দুই বোন আগরতলার দুটি ছেলের সাথে প্রেম করে।মল্লিকা খোয়াই কল্যাণপুরের ঘিলাতলি এলাকার ঝুটন দাসের সঙ্গে আর রুবিনা মনু থানাধীন পশ্চিম মাশলী এলাকার প্রণব দাসের সাথে। ঝুলন ও প্রণব আগরতলায় একটি হোটেলে কাজ করে। দুই বোন আগরতলায় পৌছে ঝুটন ও প্রণবকে ফোন করে তাদের হোটেলে আসে। পরে চারজনকে মিলে বাধারঘাট একটি বাড়ি ভাড়া করে। ১৯ নভেম্বর ঝুটন ও প্রণব একটি মন্দিরে বিয়ে করে। একুশ নভেম্বর ঝুটন বৌকে নিয়ে ঘিলাতলি নিজের বাড়িতে না উঠে চলেযায় কাকার বাড়িতে। এদিকে প্রণব বৌকে সাথে নিয়ে ঐ দিনেই পশ্চিম মাশলী নিজের বাড়িতেই উঠে। ওসি শিউলি দাস জানান, মোবাইল নাম্বার ট্রেক করে একুশ নভেম্বর গভীর রাতে ঘিলাতলি ঝুটনের বাড়ি থেকে মল্লিকাকে উদ্ধার করা হয়। ঝুটনকে খুঁজে পাওয়া যায়নি। মল্লিকাকে উদ্ধার করে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। অপর দিকে, রুবিনা কেও ২২ নভেম্বর বিকালে প্রনবের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশে। রুবিনা বর্তমানে কৈলাসহর মহিলা থানায় রয়েছে। উদ্ধার কার্যে ওসি শিউলি দাসের সঙ্গে এসডিপিও রাজীব সেনগুপ্তও ছিলেন।

Post a Comment

0 Comments