আলীজা বেগমের ঝুলন্ত দেহ মিলল তার নিজের ঘরেই।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- কুমারঘাটের সোনাইমুড়ি এলাকার বাসিন্দা সুয়াগ মিঞার বড় মেয়ে আলীজা বেগমকে ছয় থেকে সাত বছর আগে কৈলাসহরের ইরানী থানার অন্তর্গত শ্রীনাথ পুরের বাসিন্দা মানিক মিঞার ছেলে বেলাল মিঞার সাথে বিয়ে দেওয়া হয়। যদিও আলীজা ও বেলাল প্রথমে তাদের মধ্যে প্রেম ছিল, পরে সামাজিক ভাবে বিবাহ হয়। বর্তমানে তাদের ( তিন বছরের এবং ছয় বছরের ) দুইটি সন্তান রয়েছে । বেলাল পেশায় রাজমিস্ত্রী। গত দুই তিন বছর ধরে বেলাল প্রায় প্রতিদিনই আলীজাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করত বলে আলীজার পরিবার থেকে দাবী করা হয়। আজ সকাল দশটা তিরিশ মিনিট নাগাদ বেলাল ও তার বাবা, মা মিলে আলীজাকে মেরে ঘরের মধ্যে ঝুলিয়ে দেয় বলে আলীজার ভাই দাবী করেন। মৃত আলীজার বাবা সুয়াগ মিঞা ইরানী থানায় বেলাল মিঞা, মানিক মিঞা ( বাবা), আজিবুন নেসা ( মা) এই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বেলাল মিঞা কে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে, বেলাল মিঞা তা সম্পূর্ণ অস্বীকার করে। বেলাল এও বলে যে, তাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো ছিল, কোনো ঝগড়া ঝাঁটি হয় নি। তবে আলীজার দেহ সম্পূর্ণ ঝুলান ছিল না,ওর পা দুটো মাটিতে লাগানো ছিল। আলিসা বেগমের মৃতদেহ কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায় ইরানী থানার পুলিশ ময়না তদন্ত করার জন্য। তদন্তকারী পুলিশ অফিসার বলেন ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কে দোষী তা বলা যাবে না।

Post a Comment

0 Comments