ধর্মনগরের তিন এ টি এম প্রতারক পুলিশের জালে।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- এটিএম থেকে টাকা তুলে দেবার নাম করে এ টি এম গ্রাহক দের লক্ষাধিক টাকা প্রতারনা করে হাতিয়ে নেয় তিন যুবক, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তির তৎপরতায় পুলিশের জালে প্রতারক তিন যুবক। ঘটনার বিবরনে যানা যায় বেশ কিছু দিন ধরে ধর্মনগর শহরের বিভিন্ন এটিএমএ গ্রাহকদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে এটিএম থেকে টাকা তুলে দেবার নাম করে এটিএম হাতিয়ে নিয়ে। বেশ কয়েকটি এটিএম থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় তারা। এমনই এক প্রতারণার স্বীকার হয়ে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন উত্তর পদ্মবিলের বাসিন্দা গৌরাঙ্গ দাস ঘটনার বিবরণে জানা যায় গত ২১শে অক্টোবর সকাল ৯ টায় রাজবাড়ীর এসবিআই এটিমে টাকা তুলতে এসে চশমা না আনার কারণে একজনকে টাকা তুলে দিতে বলেন গৌরাঙ্গ বাবু কিন্তু বারবার রং পিন দেখাচ্ছে বলে উনাকে মায়ারানী দেবনাথের এটিএম কার্ড ধরিয়ে এখান থেকে চলে যায়। গৌরাঙ্গ বাবু পরেরদিন অর্থাৎ সোমবারে ব্যাঙ্কে গিয়ে দেখেন ২১ তারিখ ৪০ হাজার ও ২২ তারিখ ৪০ হাজার মোট ৮০ হাজার টাকা উনার এটিএম থেকে তুলে নিয়েছে ঐ প্রতারক। এদিকে ২১শে নভেম্বর ধর্মনগর সেন্ট্রাল রোড এটিএম থেকে একই কায়দায় আনন্দ বাজারে বাসিন্দা শ্রীদাম দেবনাথের এটিএম থেকে ৪৮ হাজার টাকা তুলে নেয় প্রতারকেদের দল, সঙ্গে সঙ্গে তিনিও ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানান। ধর্মনগর মহকুমায় এই ধরনের বেশ কয়েকটি ঘটনায় স্তম্ভিত হয়ে উত্তর জেলার পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী গোয়েন্দা বিভাগের পুলিসদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করেন। ব্যাংক থেকে পাওয়া সিসিটিভি ছবির সাহায্যে জানা যায় এই টিম বেশ কিছুদিন ধরে শহরের এটিএমগুলিতে নজর রাখছিল। ২১ শে নভেম্বর সারাদিন নজর রাখার পর সন্ধ্যা দিকে সেন্ট্রাল রোডে এটিএম-এর সামনে থেকে তাদের আটক করে পুলিসের এই বিশেষ টিম। পুলিস সুপার জানিয়েছেন জেরার মুখে কদমতলা নিবাসী আম্বর আলি (২২) জামির উদ্দিন (৩৩) ও মাশুক আহমেদ (৪২) তারা স্বীকার করে এই ঘটনাগুলি তারা করেছে, তদন্তের স্বার্থে বেশী কিছু বলতে চাননি পুলিস সুপার। তবে জেলা পুলিস সুপারের এই উদ্যোগে খুশী মহকুমাবাসী।

Post a Comment

0 Comments