IIW: আবীর রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৩ নভেম্বর :- রুবি স্টার গ্রুপের এমডি কে গারদে পোরার নির্দেশ দিলেন আদালত। এই প্রথম রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারির সাথে যুক্ত একজনকে জেল জরিমানা করা হয়েছে। জানা গেছে, রুবি স্টার গ্রুপ অফ কোম্পানি নামক চিটফান্ডে সাথে যুক্ত ত্রিপুরার ম্যানেজিং ডিরেক্টর তনয় দাসকে চার বছরের কারাদণ্ড, নগদ ৫০ হাজার টাকা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন গোমতী জেলার বিশেষ বিচারক এ কে নাথ। ভারতীয় দণ্ডবিধির ৪০৬ নং ধারায় আরও একটি মামলায় তনয় দাসকে আরও অতিরিক্ত ১ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারক। আমাদের প্রতিনিধি জানান, দীর্ঘবছর ধরে চলা এই চিটফান্ড কেলেঙ্কারি মামলার পরিসমাপ্তি ঘটে বৃহস্পতিবার। এদিন গোমতী জেলার বিশেষ বিচারক এ কে নাথ, তার রায়ে চিটফান্ডে সাথে যুক্ত ত্রিপুরার ম্যানেজিং ডিরেক্টর তনয় দাসকে চার বছরের কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন, এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। আসামী তনয় দাসের বাড়ি আগরতলার প্রগতি রোড এলাকায়। খবরে প্রকাশ, ২০০৭ সালে উদয়পুর শহরে চিটফান্ডের অফিস খুলে বসে রুবি স্টার গ্রুপ। টানা তিনবছর কাজ করার পর ২০১০ সালে এই চিটফান্ডের বিরুদ্ধে নানান অভিযোগ আসতে থাকে। তখনই ১১ লক্ষ টাকা গায়েব করার অভিযোগে রুবি স্টারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে খবর। এরপর রুবি স্টারের এমডি, ব্রাঞ্চ ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তাদের নামে আর কে পুর থানায় টাকা নয়ছয়ের অভিযোগে মামলা দায়ের করেন উদয়পুর ফুলকুমারি এলাকার বাসিন্দা গৌতম দে। শুরু হয় তদন্ত। দীর্ঘ তদন্তের শেষ ত্রিপুরার ইতিহাসে এই প্রথমবার চিটফান্ড কেলেঙ্কারির সাথে যুক্তকে সাজা দিল আদালত। আদালতের এই রায়ে খুশি উদয়পুরের জনগন।
0 Comments