IIW, আবীর রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- ৭ হাজার ৭৪০টি এসকফের বোতল উদ্ধার করা হয়েছে।নেশা-বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ।জঙ্গল থেকে প্রচুর পরিমানে কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই অভিযানে বিশালগড় থানার পুলিশ বুধবার গভীর রাতে চেলিখলার জঙ্গল থেকে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ নেশা জাতীয় পানিয় এসকফ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ আধিকারিক মিহিরলাল দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পুলিশকে আসতে দেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ এখন উদ্ধারকৃত নেশা সামগ্রী নিজেদের হেফাজতে রেখেছে। একই সাথে নেশা কারবারের সাথে যুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানা গেছে। পুলিশের আধিকারিকরা জানিয়েছেন আগামী দিনেও নেশা-বিরোধী অভিযান চলবে।
0 Comments