IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- কৈলাসহরের নূরপুর গ্রাম পঞ্চায়েতের কনকপুর এলাকায় হোসেন আলি তার নিজ বাড়িতে নিজের ঘরের ভেতর স্ত্রী সুরজান বিবির উপর কেরাসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় আজ দুপুরে। গায়ে আগুন লাগার পর সুরজান বিবি চিৎকার শুরু করে এবং ঘরের দরজা ভেঙে বাইরে এসে উঠানে দৌড়াতে থাকে। চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজন এসে বস্তা দিয়ে আগুন নেভায়। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। তারা এসে সুরজান বিবিকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। সুরজান বিবির অবস্থা আশঙ্কাজনক। তিনি মিডিয়াকে জানান তার স্বামী নিজে তার গায়ে আগুন লাগিয়েছে। সুরজান বিবির ভাই এবং প্রতিবেশীদের ও একি বক্তব্য। এদিকে, কৈলাসহর মহিলা থানার ওসি শিউলি দাস জানান ঘটনা শুনা মাত্রই তারা ঘটনা স্থলে ছুটে যান এবং চিকিৎসক ও পুলিশের কাছে সুরজান বিবি জবানবন্দী দেয় যে হোসেন নিজে তার গায়ে আগুন লাগায়। ওসি আরো জানান যে, ঘটনার তদন্তের জন্য হোসেনের মা সাফারুন বিবি সহ দুইজন মহিলাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারের পর সাফারুন বিবিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনা অস্বীকার করেন। হোসেন আর সুরজানের একটি ছয় বছরের কন্যা সন্তান আছে। হোসেন এই শিশুর সামনেই সুরজানের শরীরে আগুন দেয়। এই ঘটনা চোখের সামনে দেখে শিশুটি ভয়ে মুখ খুলতে চাইছে না।
0 Comments