IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার পেচারতলের মাছমারা রেঞ্জের অধীনে বিশ্বাসপাড়া এলাকায় চুরি করে বহুমূল্য গাছ নিয়ে যাওয়ার সময়, মাছমারা রেঞ্জের রেঞ্জ অফিসার রত্নজিৎ চাকমার নেতৃত্বে বনকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করে। ধৃত দুজন হলেন অজিত সরকার, বয়স ৪৫ এবং দ্বিতীয় জন অভিরাম সরকার, বয়স ৩৬। বনকর্মীদের দেখে চন্দ্র কুমার চৌধুরী নামে অপর একজন পালিয়ে যায়। কুমারঘাট মহকুমার ফরেস্ট অফিসার ভিনসেন দেববর্মা জানান প্রায় একলক্ষ টাকা মূল্যের সরকারী গাছের কাঠ উদ্ধার করা হয়েছে, এবং ধৃত দুজনকে কৈলাসহর সিজেএম কোর্টে পাঠানো হয়েছে। ধৃত দুজনের সাথে থাকা গাছ কাটার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। মহকুমা ফরেস্ট অফিসার ভিনসেন দেববর্মা আরোও জানান যে, গত কয়েকদিন আগেও কয়েক লক্ষ টাকার কাঠ চোরাই পথে পাচারের সময় উদ্ধার করা হয়েছিল, এবং আগামী দিনেও এই প্রক্রিয়া চলবে। এই সংবাদ লেখা পর্যন্ত আদালতের রায় জানা যায় নি।
0 Comments