IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- আবার পথ চলা শুরু। কৈলাসহরের রাজপথ জুড়ে উঠলো প্রতিবাদের গর্জন। দাবী আদায়ে আবারো রাস্তায় নামলো সিপিআইএম। সিপিআইএম কৈলাসহর শহর অঞ্চল কমিটি এবং শহর দক্ষিনাঞ্চল কমিটির যৌথ উদ্যোগে কৈলাসহর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হোমাগ্নী ভট্টাচার্যের নিকট পনের দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করে। নেতৃত্বে ছিলেন বিধায়ক মফস্বর আলী, সিপিআইএম নেতা অরুণাভ সরকার, বিশ্বজিৎ ভট্টাচার্য, কান্তিলাল দেব, বিশু দাস সহ অন্যান্য নেতৃত্বরা। ডেপুটেশনের পূর্বে শহর অঞ্চলের অফিস থেকে বিশাল বড় মিছিল করে দলীয় কর্মীরা কৈলাসহর পুর পরিষদ অফিসে যায়। ডেপুটেশন শেষে বিধায়ক মফস্বর আলী বলেন, সরকার যদি অবিলম্বে তাদের দাবি গুলো না মানে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের অধিকার থেকে আমরা এক চিলতে নড়ব না।
0 Comments