কৈলাসহরের যুব মোর্চার নেতা বিশ্বজিৎ পাল শহরের পাইতুরবাজার এলাকার ব্যবসায়ী অরূপ কান্তি মালাকারের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে যুক্ত।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- পরকীয়া পাপ নয়, আইনত বৈধ। সনাতন ধর্মের বাহক আমরা। ভগবানের পরকীয়াকে লীলা শব্দে আখ্যায়িত করে কাটিয়েছি অনন্ত কাল। কৈ, পাপ খুঁজে পাইনিতো। বরং পূজা করে আসছি ভক্তি ভরে। দ্রাপরে যা পাপ হয়নি তা আজ, মানে বিজ্ঞানের যুগে পাপ হতে যাবে কেন  ???
কৈলাসহরের যুব মোর্চার নেতা বিশ্বজিৎ পাল শহরের পাইতুরবাজার এলাকার ব্যবসায়ী অরূপ কান্তি মালাকারের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে যুক্ত। অরূপের স্বশুরবাড়ি আসামের করিমগঞ্জের রাতাবাড়ি এলাকায়। শ্বাশুরী বর্তমানে অসুস্থ। তাই অরূপের স্ত্রী মাকে দেখতে বাড়ি থেকে বের হয়। হটাৎ করে অরূপের কাছে খবর আসে তার স্ত্রী করিমগঞ্জ যায়নি,  ও কৈলাসহরেই লক্ষী নারায়ণ মন্দিরে আছে। খবর পেয়ে অরূপ লক্ষী নারায়ণ মন্দিরে ছুটে যায়। অরূপ মন্দিরে যাওয়া মাত্রই বিশ্বজিৎ অরূপের উপর চরাও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই বিশ্বজিৎ অরূপকে একটি কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারতে থাকে। অরূপের কোমর, হাত, পা ভীষন ভাবে জখম হয়। সাথে সাথেই অরূপ পাইতুরবাজার এলাকার ব্যবসায়ীদের খবর দেয়। ব্যবসায়ীরা খবর পাওয়া মাত্রই মন্দিরে পৌঁছায় এবং বিশ্বজিৎকে আটকে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিশ্বজিৎকে এবং অরূপের স্ত্রী কে আটক করে থানায় নিয়ে আসে। অরূপ কৈলাসহর থানায় তাদের বিরুদ্ধে মামলা করে।  অরূপের বয়ানের ভিত্তিতে থানা মামলা নথিভুক্ত করে, যার নম্বর ১২০ / ২০১৮, পুলিশ আইপিসি ৩৪১/৩২৫/৩৪ নং ধারায় মামলা নথিভুক্ত করে। খবরে প্রকাশ, বিশ্বজিৎ নিজেও বিবাহিত, কৈলাসহরের দূর্গাপুর এলাকায় তার বাড়ি। সে নিজেকে ওনেক বড় বিজেপি নেতা বলে এলাকায় দাপট দেখিয়ে বেড়ায়। তিন চার মাস আগেও একবার বিশ্বজিৎ নারী সংক্রান্ত আরেক ঘটনায় জড়িত ছিল বলে এলাকাবাসীর অভিমত।

Post a Comment

0 Comments