কৈলাসহরে মুসলিম ধর্মাবলম্বীদের ফাতেয়া দোয়াজ দাহাম উপলক্ষে ধর্মীয় শান্তি সমাবেশ।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- মুসলিম ধর্মাবলম্বীদের ফাতেয়া দোয়াজ দাহাম উপলক্ষে আজ দুপুরে কৈলাসহর আর কে আই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক ধর্মীয় শান্তি সমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক মবস্বর আলী, সমাজ সেবক মোঃ বদরুজ্জামান, কৈলাসহর সৎসঙ্গ বিহারের ইনচার্জ প্রসন্ন কুমার নাথ মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোস্তফা কামাল। সমাবেশ শুরুর আগে শহরে সুসজ্জিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আজকের এই সমাবেশে প্রায় সাত হাজার মুসলিম ধর্মাবলম্বী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রসন্ন কুমার নাথ মহাশয় বলেন শান্তির জন্য এই সমাবেশে অনুষ্ঠিত হওয়ায় তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। সমাবেশে স্বাগত ভাষণ রাখেন ফাতেয়া দোয়াজ দাহাম উদযাপন কমিটির সম্পাদক আবু তাহের জালাল উদ্দিন। উদযাপন কমিটির সভাপতি ডঃ জসিম উদ্দিন সাহেবের বক্তব্য দিয়েই আজকের সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Post a Comment

0 Comments