শ্রীরামপুর জম্বুদ্বীপ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে চলছে নানান অনুষ্ঠান।


IIW: নিজস্ব প্রতিনিধি, রুপঙ্কর মগ, কাঞ্চনপুরঃ শ্রীরামপুর জম্বুদ্বীপ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে মঙ্গলবার আয়োজিত হয় মহৎ রক্তদান শিবির। এই শিবিরে চল্লিশ জন সেচ্ছায় রক্তদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্বুদ্বীপ বৌদ্ধ বিহারের সভাপতি শ্রী চন্দ্রগুপ্ত বড়ুয়া, বাবুল বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, তপন বড়ুয়া, অতুল বড়ুয়া ও স্বপন বড়ুয়া। আগামী কাল এই উৎসবকে কেন্দ্র করে সকাল দশটায় অনুষ্ঠিত হবে অঙ্কন প্রতিযোগিতা, দুপুর একটায় কঠিন চীবর দান, ও সন্ধায় অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।  আগামী কাল উদ্বোধন করা হবে জম্বুদ্বীপ বৌদ্ধ বিহারের প্রস্তাব প্রস্থ। উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনেল বুদ্ধিষ্ট কনফেডারেশন এর মহামান্য সাধারন সম্পাদক, ধর্মদূত ডঃ ধম্মাপিয়া মহাথের।

Post a Comment

0 Comments