IIW: নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- গতকাল ভোর রাতে আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ পানিসাগর থানার এসআই রামকৃষ্ণ দাস এবং এসআই বিশ্বজিৎ দেববর্মা গোপন খবরের ভিত্তিতে পানিসাগর থানার অন্তর্গত চামটিলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে টিআর০২জি ১৮১৪ নং একটি বলেরো পিক আপ গাড়ী থেকে অবৈধ বিলাতী মদ উদ্ধার করেন। সুত্রের খবর, উদ্ধারকৃত মদের পরিমাণ ১১৫ কার্টুন যার মধ্যে মোট ১৩৮০ বোতল মদ আছে, যার বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে হবে। ঘটনা স্থলে ছুটে যান পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সূত্রধর মহাশয়। পরবর্তী সময়ে মাল সমেত গাড়ীটিকে পানিসাগর থানায় নিয়ে আসা হয়। তবে পুলিশি তৎপরতার খবর আঁচ করতে পেরে চালক পালিয়ে যায়। তবে গাড়ীটি আসাম থেকে কুমারঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয় বলে অনুমান। কারন মদ গুলি আসামের তৈরি এবং গড়ীটিও কুমারঘাটের বলে জানা যায়। এই মর্মে পানিসাগর থানা সেকশন ৬৯ ( টিই ) এবং সেকশন ১০২ সিআরপিসি এর অধীনে গাড়ীটিকে আটক করে তদন্ত জারী রেখেছে।
0 Comments