IIW: নিজস্ব প্রতিনিধি, সুনীল ডেকা,অসম: পাঁচ বাঙালি হত্যার জের চলছে সম্পূর্ণ অসম জুড়ে। আলফা জঙ্গী গোষ্ঠীর উপর সাধারন মানুষের ঘৃণা যেন দ্বিগুণ হয়ে গেছে। এরই এক ছবি দেখা গেল অসমের হরিপুর বাজারে। খবরে প্রকাশ, সিআরপিএফ, স্থানীয় পুলিশ ও গ্ৰামবাসীর মিলিত প্রচেষ্টায় অসমের হরিপুর বাজারে ধরা পড়ে দুই কট্টর উগ্রবাদী। এদের কাছ থেকে উদ্ধার হয় দুটি একে ৪৭ রাইফেল, পিস্তল, বোমা সহ দুটি দা। হটাৎ করে উগ্রপন্থী তৎপরতা বৃদ্ধিতে জনমনে ভীতি বিরাজ করছে।
0 Comments