পুলিশের ঘাড়ে ভূতের ভয়, বিমলের পর এবার শুক্রমনির পালা।


IIW: নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর: বদনামের ভুত তারা করছে পুলিশ বাবুদের। সাফল্য এলেও সাথে বয়ে নিয়ে আসছে একরাশ বদনাম। সুত্রের খবর, নেশা মুক্ত ত্রিপুরা গড়তে বড়সড় ভুমিকা পালন করছে উত্তর জেলা পুলিশ। নেশা সামগ্রী উদ্ধারে একের পর এক সাফল্য পেয়েছে উত্তর জেলা পুলিশ। তবে কিছু সংখ্যক পুলিশ কর্মীদের বাড় বাড়ন্তে উত্তর জেলা পুলিশের অবস্থান প্রশ্ন চিহ্নের মুখে। যেখানে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের স্বচ্ছতার উপর নজর দিচ্ছেন সেই জায়গায় দাড়িয়ে কিছু সংখ্যক পুলিশ কর্মীদের কর্তব্য জ্ঞানহীন কর্মকাণ্ডে বিরক্ত উত্তর জেলা পুলিশ সুপার নিজেও। সুত্রের খবর, উত্তর ত্রিপুরার চুরাইবাড়ী থানার পুলিশ রুটিন তল্লাশী করতে গিয়ে গাঁজা সহ বার চাকার একটি লরি আটক করে। লরি থেকে প্রায় পাঁচশ কেজি গাঁজা উদ্ধার হয়, কিন্তু গাড়ীর চালক ও সহচালক পালিয়ে যেতে সক্ষম হয়। দিন ভর থানা চত্বরে এই চালক সহচালক পালিয়ে যাওয়ার নাটক নিয়ে জোর আলোচনা হয়। শেষ পর্যন্ত এসআই শুক্রমনি দেববর্মার বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হন। শুক্রমনি দেববর্মার বিরুদ্ধে অভিযোগ তিনিই নাকি চালক ও সহচালককে পরোক্ষ ভাবে পালাতে সাহায্য করেছেন। তবে প্রশাসন যে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে শুক্রমনি দেববর্মার সাময়িক বরখাস্ত হওয়া তারই প্রমাণ ।

Post a Comment

0 Comments