এনডিপিএস অ্যাক্ট এর পলাতক আসামি রঞ্জিত দেববর্মা এক লক্ষ দশ হাজার টাকা সহ ধরা পড়ল পুলিশের জালে।


IIW: নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য : ছৈলেংটা থানার কেইস নং ১৪/২০১৮, ধারা ২১/৮/২৯ আইপিসি, এনডিপিএস অ্যাক্ট এর পলাতক আসামি রঞ্জিত দেববর্মা কে আটক করেছে ধর্মনগর থানার পুলিশ।ধর্মনগর থানার ওসি জানান দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা গাঁজা কেইসের আসামি রঞ্জিত দেববর্মা কে আটক করার জন্য ছৈলেংটা থানার এই কেইস এর আইও এসআই তপন দাস ধর্মনগর থানায় খবর দেওয়ার পরিপেক্ষিতে, ধর্মনগর থানার পুলিশ এনডিপিস অ্যাক্ট  আসামি রঞ্জিত দেববর্মা কে আটক করেছে। ঘটনা বিস্তারিত জানতে  ছৈলেংটা থানায় আইও তপন দাসের সাথে যোগাযোগ করলে তিনি জানান কুখ্যাত রঞ্জিত দেববর্মা দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। শেষ পর্যন্ত ধর্মনগর পুলিশের জালে ধরা পড়ে। তিনি নিজে তাকে ধর্মনগর থানা থেকে ছৈলেংটা থানায় নিয়ে যান। জানা গেছে রঞ্জিত দেববর্মার সাথে একটি অলটো গাড়ি এবং এক লক্ষ দশ হাজার নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।

Post a Comment

0 Comments