IIW: নিজস্ব প্রতিনিধি,রুপঙ্কর মগঃ দুই ভাষাভাষী মানুষের মিলন মেলা উৎসবের রূপ নিল পানিসাগর বিএসএফ হেড কোয়াটারে। প্রতি বছরের মত এবারও আসন্ন দীপাবলী উৎসবকে উপলক্ষ করে পানিসাগর বিএসএফ হেড কোয়াটার এক দিবসীয় মিলন মেলার আয়োজন করেছিল। ডিআইজি পত্নী মিস ডি.ভারতী মহোদয়ার হাত ধরে মেলার শুভ সুচনা হয় গতকাল সকাল দশটায়, সঙ্গে ছিলেন ডিআইজি শ্রী, সিন্ধু কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সিও সহ অন্যান্য পদাধীকারিক গন। শুভ সুচনা লগ্ন থেকেই নাচে গানে মেলা যেন উৎসবের আকার ধারণ করলো। এক দিনের এই মেলায় ত্রিশ টারও বেশী ব্যবসায়িক স্টল বসে। এর মধ্যে বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রকমারি সুস্বাদু খাবারের সম্ভার ছিল আকর্ষনীয়। মেলায় কচিকাঁচাদের বিভিন্ন খেলা উপভোগ করতে উৎসাহ পরিলক্ষিত হয়। সাংস্কৃতিক মঞ্চের নাচ গানে মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। ডিআইজি মহোদয় নিজে সবকটি স্টল পরিদর্শন করেন অন্যান্য পদাধীকারিক দের সাথে নিয়ে। এই মেলা কেন্দ্র করে গতকাল সকাল থেকেই স্থানীয় এলাকাবাসীদের প্রবেশের জন্য হেড কোয়াটারের মূল ফটক খুলে দেওয়া হয়। স্থানীয় লোকজনের উৎসাহ আর উপস্থিতিতে মেলা আক্ষরিক অর্থেই মিলন মেলায় রুপান্তরিত হয়।
0 Comments