নিম্নমানের কাজের অভিযোগ এনে পিডব্লিউডি কনট্রাকটরের গাড়ি আটকে দিল ক্ষুদ্ধ জনতা।



IIW: নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য: রাস্তা সংস্কারে দুর্নীতি। পিডব্লিউডি কনট্রাকটরের গাড়ি আটকে দিল ক্ষুদ্ধ জনতা। ঘটনা ধর্মনগরের পদ্মপুরে।পদ্মপুরের হরিচাঁদ রোডের সংস্কারের কাজ চলছে। কাজ ভালো না হওয়ায় অভিযোগে এলাকার জনগন কনট্রাকটর বিপ্লব দাসের গাড়ি আটকে প্রতিবাদ জানায়। তবে কনট্রাকটরের কাছে কাজ নিম্নমানের হবার কারন জানতে চাইলে তিনি এলাকাবাসী কে বলেন, কোনো অভিযোগ থাকলে তা পিডব্লিউডি দপ্তরে জমা করার জন্য। কারন, কাজ চলাকালীন দপ্তরের একজন কর্মী সবসময় কাজের জায়গায় ছিল। অভিযোগ দীর্ঘ দশ বছর পর পিডব্লিউডি দপ্তর থেকে কাজ করানো হচ্ছে এই রাস্তায়, তাও এতো নিম্নমানের। দপ্তরের লোক থাকা সত্ত্বেও কাজ কি করে এতো নিম্নমানের হয়, সেটাই সাধারন মানুষ বুঝতে পারছেন না।

Post a Comment

0 Comments