IIW: নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য্য, ধর্মনগর : লোকসভা নির্বাচনকে সামনে রেখে অক্টোবরের ২৭ থেকে শুরু হওয়া কংগ্রেসের জনসম্পর্ক অভিযানের উত্তর জেলার মূল অনুষ্ঠানটি হয় ধর্মনগর কংগ্রেস ভবনের উল্টো দিকে একটি দোতালায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা, রাজ্য সম্পাদক হরেকৃষ্ণ ভৌমিক, উত্তর জেলা সভাপতি অজিত দাস প্রমুখ। এছাড়াও উত্তর জেলার বিভিন্ন এলাকার কংগ্রেস কার্মকর্তারা উপস্থিত ছিলেন আজকের কংগ্রেসের এই অনুষ্ঠানে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা বিভিন্ন ইসুতে বক্তব্য রাখেন। তিনি বিজেপি সরকার কে কটাক্ষ করে বিস্তারিত আলোচনা করেন। আগামী দিনে কংগ্রেস সর্ব শক্তি নিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামছে। এর পরিপ্রেক্ষিতে আগামী আন্দোলনে সবাইকে একজোট হয়ে সামিল হতে আহ্বান করেন।
0 Comments