IIW: নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য্য, ধর্মনগর : কিষান মোর্চার কদমতলা কুর্তি মন্ডল কমিটি গঠিত হয় কদমতলা বিজেপি অফিসে। দেবব্রত নাথ কে সভাপতি করে উক্ত কমিটি গঠিত হয়। উপস্থিত ছিলেন কিষান মোর্চার উত্তর জেলার সভাপতি নবেন্দু দেবনাথ । ২০১৯ লোকসভা নির্বাচন কে সামনে রেখে বিজেপি মন্ডল কমিটি গুলি নতুন ভাবে সাজানো হচ্ছে। ইতিমধ্যেই উত্তর জেলার ধর্মনগর বাগবাসা সহ বিভিন্ন জায়গার গন-সংগঠন গুলিতে রদবদল করা হয়। নিযুক্ত করা হয় নতুন সভাপতি, সহ সভাপতি, সাধারন সম্পাদক, বিশেষ করে উত্তর জেলার গন-সংগঠন কিষান মোর্চাতে রদবদল বিশেষ ভাবে লক্ষনীয়। সাধারন ভাবেই ধারনা করা হচ্ছে লোক সভা নির্বাচনে কিষান মোর্চা এক অন্য নজির সৃষ্টি করবে।
0 Comments