IIW: নিজস্ব প্রতিনিধি,বিকাশ ভট্টাচার্য্য,ধর্মনগর : প্রাক পুজো পরিক্রমা এক: কোন মায়ের ঠিকানা যেন না হয় বৃদ্ধাশ্রম। এই বার্তাকে সামনে রেখে ধর্মনগর আলগাপুরের নেতাজি ক্লাবের এবারের দীপাবলীর আয়োজন। ধর্মনগরের এই নেতাজি ক্লাব প্রতিবছর দর্শনার্থীদের জন্য নিয়ে আসে রঙ বেরঙের নানান আয়োজন। কখনো কালী মায়ের বহু রূপ, তো কখনো আবার চোখ ধাঁধানো আলোকসজ্জা। কিন্তু এবার তাদের একটি হৃদয় বিদারক আয়োজন বৃদ্ধাশ্রম। বর্তমানে মানুষ সভ্য হচ্ছে,সভ্য হচ্ছে সমাজ। কিন্তু ব্যক্তি কেন্দ্রিকতার চাপে পড়ে বৃদ্ধ মায়ের ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রমে। আমরা যেন ব্যক্তি কেন্দ্রিকতা থেকে বেরিয়ে বৃদ্ধ মা-বাবাকে সঙ্গে করে হাসিখুশি ভাবে পরিবারে একসাথে থাকতে পারি। সকলের হৃদয়ে এই অনুভূতির সঞ্চার ঘটাতেই আলগাপুরস্থিত নেতাজি ক্লাবের এবারকার আয়োজন। নেতাজি ক্লাবের এক সদস্য জানিয়েছেন এবার তাদের ৫৫ তম বছরের পুজোর আয়োজন। পাশাপাশি পুজোকে কেন্দ্রকরে থাকছে বিভিন্ন সামাজিক আয়োজন।
0 Comments