শুক্র মনি দেববর্মার পর এবার ধর্মনগর থানার এসআই মানিক বড়ুয়া কে বরখাস্ত করলেন জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।


IIW: নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য্য, ধর্মনগর -ঃ  শুক্র মনি দেববর্মার পর এবার ধর্মনগর থানার এসআই মানিক বড়ুয়া কে বরখাস্ত করলেন জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এই মানিক বড়ুয়ার বিরুদ্ধে বাম আমলে তোলা বাজির অভিযোগ উঠেছিল। স্টিং অপারেশনে যার তোলাবাজির চিত্র ধরা পড়েছিল। সেই কুখ্যাত এস আই আজ বরখাস্ত হলেন। রবিবার সকালে গোয়েন্দা দপ্তরের কর্মীরা গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর গোল্ডেন ভ্যালী স্কুল এলাকা হতে অজিত চাকমা, তার স্ত্রী পুতুলবি চাকমা ও শঙ্কর দত্ত নামে তিনজন কে ৪০ প্যাকেট দেশী মদ সহ আটক করে৷ ধর্মনগর থানায় এই খবর পৌঁছানো হয়৷ সেই মোতাবেক থানার সাব ইনস্পেকটর স্বপন সিনহা গিয়ে তাদের সকলকে আটক করে থানায় নিয়ে আসে এবং কোর্টে নিয়ে যাবার জন্য কাগজপত্র প্রস্তুতি শুরু করে। অভিযোগ সেসময়ই পুলিশ অফিসার মানিক বরুয়া থানায় এসে কাউকে কিছু না বলে ধৃত তিন অভিযুক্তকেই জামিন দিয়ে দেয়। এই ঘটনার খবর পান পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী৷ সঙ্গে সঙ্গে তিনি গোয়েন্দা দপ্তরের DSP বিক্রমজিত শুক্লদাসকে থানায় পাঠান এবং ঘটনার তদন্ত করতে বলেন৷  সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী উত্তর জেলার পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী এদিন সন্ধ্যায় পুলিশ অফিসার মানিক্  বড়ুয়াকে সাসপেন্ড করেন।
উল্লেখ্য এর আগেও বাম আমলে ধর্মনগর থানায় কর্মরত থাকা অবস্থায় অভিযুক্ত মানিক বড়ুয়ার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছিল৷ একবার টুকটুক কাণ্ডে ঘুষ নেবার অভিযোগে তাকে শাস্তি হিসাবে পুলিস সুপারের অফিসে স্থানান্তর করা হয়৷ কিন্তু কোন কাজ হয়নি। ফের ধর্মনগর থানায় তাকে পাঠানো হয়৷ বিশেষ করে বাম আমলে বাম নেতাদের পদলেহন করাসহ বিভিন্ন দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার ফলে ক্রমশই ফুলে কেঁপে উঠেছিল এই গুণধর পুলিশ অফিসার৷ সূত্রের খবর তাকে জেলার ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের তরফে বরাবরই নজরে রাখা হচ্ছিল৷ শেষ পর্যন্ত রবিবার তার কৃতকর্মের ফল তাকে সাসপেন্ড হতে হলো৷ ধর্মনগর থানার প্রয়াস বৈঠকে যে মানিক বড়ুয়া নেশা থেকে দূরে সরার জন্য লম্বা লম্বা বক্তব্য রাখেন। আজ প্রমান হল তিনি নেশা কারবারিদের সাহায্য করেন। শুক্র মনি ও মানিকের মত অফিসারদের কারণে  কলংকিত হচ্ছে রাজ্য পুলিশ। আর মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরার স্লোগান ক্রমশ ফিকে হয়ে পড়ছে এইসব অফিসারদের কু কাণ্ডে।

Post a Comment

0 Comments