IIW: নিজস্ব প্রতিনিধি, আবীর রায় : নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেয়েছে আর কে পুর থানার পুলিশ। সূত্রের খবর, গতকাল রবিবার রাত আনুমানিক সাড়ে তিনটার সময় উদয়পুর গদা চৌমুহনী এলাকা থেকে ১২৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে আর কে পুর থানার পুলিশ। সঙ্গে এক ব্যক্তি কে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাকে আজ আদালতে হাজির করেছ বলে সূত্রের খবর। উদ্ধার কৃত ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে জানা যায়।
0 Comments