IIW: ধর্মনগর, নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য্য : ইন্দো-বাংলা সীমান্তে গো পাচারকারীরা সক্রিয়। গতকাল সীমান্ত সুরক্ষা বাহিনীর তৎপরতায় ধরা পড়ল ১০ টি গরু। রবিবার রাতে ইন্দো-বাংলা সীমান্তের রাঘনা কুর্তি ছড়া আউট পোষ্টের সামনে বিএসএফ ১৬৬ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা গরু গুলি আটক করে। তবে, পালিয়ে যায় পাচারকারীরা। বিএসএফ গরু গুলি সোমবার ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত গরু চুরি হচ্ছে বলে একাংশের অভিমত। চুরি হওয়া গরু গুলি কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে পাচার হচ্ছে। রাজ্যে যে গো পাচারকারী চক্র সক্রিয় তার প্রমাণ মিলছে বারবার। এর আগেও অনেকবার সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে পাচারের সময় গরু আটক করে। কিন্তু পাচার চক্রের পান্ডা গুলো বারবার পালাতে সক্ষম হয়ে যায় এটাই আক্ষেপের।
0 Comments